Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ৬০০

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ৬০০ ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এতে বাংলাদেশিসহ অন্তত ৬০০ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি (শনিবার) নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোররাতে মেরু সেন্ট্রাল মার্কেট কমপ্লেক্সে অভিবাসন বিভাগ অভিযান চালায়। এতে কমপ্লেক্সে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেলাঙ্গর অভিবাসন বিভাগের একটি দলের এ অভিযানে অবৈধ অভিবাসী এবং বিদেশি ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। অনেকেই ড্রেনে শুয়ে, মার্কেটের টেবিলের নিচে লুকিয়ে বা কমপ্লেক্স থেকে পালানোর চেষ্টা করেন।

অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা জানান, এই অভিযানে ৬৩০ বিদেশিকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ৩২ জনকে যাচাইবাছাইয়ের পর ছেড়ে দেওয়া হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে ৬২৮ জন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। তাদের সবার বয়স ১৭ থেকে ৫৭ বছরের মধ্যে। এদের মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, ৯ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি রয়েছেন।

জাফরি বলেন, গ্রেপ্তারদের সেমেনিয়েহ অভিবাসন ডিপোতে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে আরও তদন্ত এবং ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তাররা অভিবাসন আইন লঙ্ঘন করেছেন। এরমধ্যে অন্যতম হলো বৈধ ভ্রমণ নথির অভাব এবং ভিসা শর্ত লঙ্ঘন।

তিনি বলেন, তদন্তে দেখা গেছে, কিছু অবৈধ অভিবাসী নিজেরাই মার্কেটের স্টল পরিচালনা করছিলেন বা মূল মালিকদের কাছ থেকে স্টল ভাড়া নিয়েছিলেন। এসব বিদেশি ব্যবসায়ীদেরকে অতিরিক্ত ভাড়া দেওয়া হচ্ছিল, যা সাধারণ ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি।

এই অভিযানে অভিবাসন বিভাগ, ক্লাং রয়্যাল সিটি কাউন্সিল (এমবিডিকে) এবং জেনারেল অপারেশনস ফোর্সের (জিওএফ) ১৫০ জনেরও বেশি কর্মী জড়িত ছিলেন।

জাফরি বলেন, অবৈধ অভিবাসী এবং মানব পাচার কার্যক্রম মোকাবিলায় অনুরূপ অভিযান অব্যাহত থাকবে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স