মনের ঘরে বাসা বেঁধেছে
বিরহ ব্যথার অসুখ
খোঁজ নেয় না কেউ এখন আর
দুঃখে জীবন ভাসুক।
সুখ নামের সুখপাখিটা-
উড়ে গেছে অনেক দূর;
বিদায় বাঁশি বাজিয়ে গেল,
কানে বাজে করুণ সুর।
কত কথা ছিল তাহার সনে
সুখের পায়রা ওড়ার দিনে,
সেসব স্মৃতি হারিয়ে গেছে;
আজ ব্যথার আলাপনে।
এখন আমি ভাবি আপন মনে-
ভালোবাসা ছিল যাহার মনে;
ভাবি, কেমন করে সে গেল ভুলে,
এখন দিন কাটে তার কাহার সনে?