২২ মে বৃহস্পতিবার নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) এই আলোচনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যনেলে। যেখানে অতিথি হিসেবে আরো ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। দেশের সমসাময়িক রাজনীতি ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা। সংস্কার, জাতীয় নির্বাচন, বন্দর, করিডোর- এসব নিয়ে নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন দুই অতিথি।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদের দায়িত্ব দিতে এক ধরনের অনীহা দেখিয়ে যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেক্ষেত্রে একই মন্ত্রণালয় কেন ডা. শাহাদাত হোসেনকে সুযোগ দিলো- এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র বললেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তখনকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল তার বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখেছিলেন। তবে মেয়র হিসেবে শপথ নেওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এবং তারেক রহমানের সঙ্গে কথা বলে দলের অনুমতি নিয়েছিলেন- বলেন বিএনপির নেতা ডা. শাহাদাত হোসেন।
বর্তমানে অন্তর্বর্তী সরকার ও জুলাই আন্দোলনের শরিকদের মধ্যে অনৈক্য দেখা যাচ্ছে নানা বিষয়ে। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠছে রাজপথও। জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, তা বিরোধের জন্ম দিচ্ছে বলে মনে করেন জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘আমরা বারবার বলছি- বিচার, সংস্কার ও নির্বাচন পরস্পরবিরোধী বিষয় নয়। এ তিনটির সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। তাহলে অনিশ্চয়তা কমে যাবে। বিরোধ কমে আসবে। রাজনীতিতে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই। কিন্তু ন্যূনতম কিছু বিষয়ে অবশ্যই জাতীয় ঐকমত্যে আসতে হবে।’
বিভক্তির জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিকে অভিযোগের আঙুল তোলেন বিএনপির নেতা ডা. শাহাদাত হোসেন। ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে তিনি বলেন, ‘৮-৯ মাস পর এসে সমন্বয়করা কেন জনপ্রিয়তা হারালো? এনসিপি নির্বাচন কমিশনে বুধবার যে কর্মসূচি করলো, সেখানে জনসমাগম তেমন একটা হয়নি। তাদের কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরাও আর আসছে না। এনসিপির পরিস্থিতি এমন দিকে যাচ্ছে কেন, সেটা ভাবতে হবে।’
৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে বিএনপির অনেকের বিরুদ্ধেই অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ সামনে আসছে- এ প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির কেউ অন্যায় করলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন। এমনকি বড় নেতা কারো বিরুদ্ধে অভিযোগ এলেও তিনি সতর্কবার্তা দিচ্ছেন, কাউকেই ছাড় দিচ্ছেন না- দাবি করেন চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা।
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো। ক্লিক করুন নিচের লিংকে
ঠিকানা/শই