বিশ্বজুড়েই রিল আর ভিডিওর ভিউ বাড়ছে, কমছে পত্রিকার পাঠক। যেখানে বাংলা সাপ্তাহিক পত্রিকাগুলোই টিকতে না পেরে বন্ধ হয়ে গেছে, সেই বাস্তবতায় ২০২৩ সালের ২ জুন যাত্রা শুরু করে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি দৈনিক ডেইলি ড্যাজলিং ডন। বাংলাদেশ ও ব্রিটেনে গত ২২ বছর ধরে নিরবচ্ছিন্ন পেশাদার সাংবাদিকতায় রত মুনজের আহমদ চৌধুরীর নেতৃত্বে তরুণ বাংলাদেশি সংবাদকর্মীদের টিম নিয়ে যাত্রা শুরু করে পত্রিকাটি। যাত্রা শুরুর কয়েক মাসের মধ্যেই গুগল এনালিটিক্স, সিমিলার ওয়েবের তথ্য অনুযায়ী ব্রিটেনের বাংলা পত্রিকাগুলোর ওয়েব সংস্করণের পাঠকসংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি পাঠক অর্জন ও ধরে রাখা পত্রিকাটি এখন ব্রিটেনের দক্ষিণ এশীয় শীর্ষ ও প্রাচীন সংবাদপত্রগুলোর সঙ্গে পাঠকসংখ্যার সমীকরণে উঠে এসেছে।
প্রিন্ট ও ই-পেপারের পাশাপাশি পত্রিকার সার্বক্ষণিক আপডেটেড অনলাইন ভার্সনটি মাত্র ২৩ মাসে গুগল সার্চ কনসল ডাটাসহ অন্য সমীক্ষাগুলো অনুযায়ী কোটি পাঠকের আস্থা অর্জনে সমর্থ হয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে, ব্রিটেনের বাংলা বা অন্য ভাষার সাপ্তাহিক পত্রিকাগুলোর পেছনে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী থাকলেও এ পত্রিকায় কোনো বিনিয়োগকারী নেই।
কোনো ধরনের বুস্ট, কৃত্রিম প্রক্রিয়া বা পাঠক বাড়াতে চটকদার নিউজ না করেও একটি ইংরেজি দৈনিকের এত দ্রুত পাঠকের বিশ্বস্ততা অর্জন করা সম্ভব, তা প্রমাণ করেছে পত্রিকাটি। দল-মত নিরপেক্ষ ও দায়িত্বশীল, নৈতিক সাংবাদিকতাই যে পাঠকের আস্থা ও বিশ্বাস জয় করার একমাত্র পথ, তা আরও একবার প্রমাণ করেছে Daily Dazzling Dawn পত্রিকাটি।
ঠিকানা/এনআই