Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

পাকিস্তানে নিরাপত্তাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি, লেফটেন্যান্টসহ নিহত ৪ সেনা

পাকিস্তানে নিরাপত্তাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি, লেফটেন্যান্টসহ নিহত ৪ সেনা লেফটেন্যান্টসহ নিহত চার সেনা
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানজুড়ে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ ১৬ জন নিহত হয়েছে বলে পাকিস্তানের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছে। খবর ডনের। 
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে নিহতদের মধ্যে রয়েছে ভারতীয় প্রক্সি গোষ্ঠীর ১২ সন্ত্রাসী। সেইসঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গুলিবিনিময়ে লেফটেন্যান্টসহ চার সেনা শহীদ হয়েছেন।   

আইএসপিআর বলছে, বৃহস্পতিবার রাতে নর্থ ওয়াজিরিস্তান এবং ছিত্রাল জেলায় অভিযানে সাতজন সন্ত্রাসী নিহত হয়। নর্থ ওয়াজিরিস্তানের শাওয়ালে একটি তল্লাশি চৌকিতে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালায়। আমাদের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে এই হামলা প্রতিহত করেছে। এতে গোলাগুলিতে সাত সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। 

তবে তুমুল গোলাগুলির সময় লেফটেন্যান্ট দানিয়াল ইসমাইলসহ চারজন সেনা নিহত হয়েছে।  
এ ছাড়া ছিত্রাল জেলায় নিরাপত্তা বাহিনী একজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে, এর আগে বেলুচিস্তানে পৃথক দুই অভিযানে পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলার ঘটনা ঘটছে। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স