Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

‘কালামানিক’কে ফিরিয়ে দিলেন খালেদা জিয়া

‘কালামানিক’কে ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ছবি সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার উদ্দেশ্যে রাজধানীতে এসেছিলেন পটুয়াখালীর এক কৃষক। নিজের হাতের লালন-পালনে বড় করে তোলা ‘কালামানিক’ নামের একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু নিয়ে বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টা ৫৫ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে হাজির হন কৃষক মো. সোহাগ মৃধা।

তবে শেষ পর্যন্ত সেই গরুটি গ্রহণ করেননি খালেদা জিয়া। উপহারদাতার আন্তরিকতায় কৃতজ্ঞতা জানালেও তিনি উপহারটি বস্তুগতভাবে না নেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার দিবাগত রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘ম্যাডাম গরুটি গ্রহণ করেননি, তবে উপহারদাতার আন্তরিকতা তিনি হৃদয় থেকে গ্রহণ করেছেন। কৃষক সোহাগ মৃধার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।’

ডা. জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়া সোহাগ মৃধাকে নিজ এলাকায় ফিরে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মিলেমিশে কোরবানির ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তার ও তার পরিবারের জন্য ঈদের বিশেষ উপহারও পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন।

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা সোহাগ মৃধার এই উপহার উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ প্রশংসিত হয়।

কৃষক সোহাগ মৃধা বিএনপির কর্মী। ছয় বছর ধরে লালন-পালন করেছেন ষাঁড়টি। কুচকুচে কালো রঙের ষাঁড়টিকে তার পরিবারের সদস্যরা ‘কালামানিক’ বলে ডাকেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স