Thikana News
০৯ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
বাংলাদেশের সব প্রধান নদ-নদীর পানি সমতলে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।  

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, ঢাকা নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ ৯ জুলাই (বুধবার) এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরি, হালদা, সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে গোমতী নদীর পানি সমতলে স্থিতিশীল আছে। এসব নদীর পানি সমতলে আগামী একদিন বাড়তে পারে এবং পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় মুহুরী নদীর পানি ফেনী জেলায় সতর্কসীমায় (বিপদসীমার কাছাকাছি) প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এই অববাহিকায় আগামী ২৪ ঘণ্টা ভারি থেকে অভিভারি ও পরবর্তী ২ দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে; যা আগামী ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে ও পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে; যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

সরদার উদয় রায়হান আরও জানান, সুরমা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে ও কুশিয়ারা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতলে স্থিতিশীল থাকতে পারে। এই অববাহিকায় আগামী ৩ দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার বিরাজমান আছে; যা আগামী ১ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান আছে এবং এই অববাহিকায় আগামী ১ দিন ভারি থেকে অতি ভারি ও পরবর্তী ২ দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স