Thikana News
১২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১২ জুলাই ২০২৫

শ্যাম অর্জুন

শ্যাম অর্জুন
আমার নাতি মাধব শ্যাম
খেলতে চায় দিবস যাম,
বয়স তাদের দশ ও পাঁচ
দেখায় তারা বাঁদর নাচ।

খেলায় মাঠ সবুজ বাঁকে
কাগজ হাতে ছবি আঁকে,
লুকোচুরি মজার খেলা
করে কাটায় অনেক বেলা।

দিনটি গেলে চাঁদের সাথে
শুধায় কথা সফেদ রাতে,
আড়াল হতেই কথা শুনি
রাগলে তারা প্রমাদ গুনি।

দুভাই মিলে করলে কেলি
তাকিয়ে থাকি নয়ন মেলি,
দাদা দিলেই খেলার সায়
খুশির সাথে দৌড় লাগায়।

একটু পরেই ঝগড়া লাগে
ঝারাই ঘাম আনতে বাগে,
ক্ষণিক পরে বিবাদ ভুলে
একের গলে অন্য দোলে।
 

কমেন্ট বক্স