Thikana News
১৬ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৬ জুলাই ২০২৫

গাজা যুদ্ধ বন্ধে কলম্বিয়ায় ৩০ দেশের কর্মকর্তাদের বৈঠক

গাজা যুদ্ধ বন্ধে কলম্বিয়ায় ৩০ দেশের কর্মকর্তাদের বৈঠক সংগৃহীত ছবি
গাজা যুদ্ধ ও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসানের জন্য আইনি ও কূটনৈতিক পদক্ষেপ ঠিক করতে কলম্বিয়ার রাজধানী বোগোটায় ৩০টিরও বেশি দেশের কর্মকর্তারা দুই দিনের বৈঠকে মিলিত হচ্ছেন। খবর আলজাজিরার।
কলম্বিয়া সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন যেভাবে বারবার ভাঙা হচ্ছে (যার মধ্যে গণহত্যার মতো অপরাধও আছে) তার প্রতিবাদে দ্য হেগ গ্রুপ এই বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠকের সভাপতিত্ব করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ আজ ১৫ জুলাই (মঙ্গলবার) বিকালে একটি সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন।
আলবানিজ এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, অবশেষে বোগোটায় গাজায় গণহত্যা বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রগুলোর সঙ্গে কোনো বাগাড়ম্বর ছাড়াই রাজনীতিকে আন্তর্জাতিক আইনের সীমার মধ্যে ফিরিয়ে আনার জন্য আমরা একত্রিত হচ্ছি। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স