Thikana News
১৮ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
ঢাকায় সমাবেশ

দুর্ভোগের জন্য অগ্রিম ক্ষমা প্রার্থনা জামায়াতের

দুর্ভোগের জন্য অগ্রিম ক্ষমা প্রার্থনা জামায়াতের ছবি সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই (শনিবার) অনুষ্ঠেয় জাতীয় সমাবেশের কারণে যানজট ও জনদুর্ভোগের আশঙ্কায় অগ্রিম ক্ষমা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৮ জুলাই (শুক্রবার) বিকালে সমাবেশ স্থল পরিদর্শনের পর সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, আজ রাত থেকে লাখ লাখ নেতাকর্মী সমাবেশে অংশ নিতে ঢাকায় আসবেন। ফলে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে। তবে, সেই দুর্ভোগ যতটা সম্ভব সীমিত রাখতে দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্ভোগের জন্য আমিরে জামায়াতের পক্ষ থেকে রাজধানীবাসীসহ দেশবাসীর কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এখন বর্ষাকাল, তাই আবহাওয়ার বিষয়টিও মাথায় রেখে প্রস্তুতি সাজানো হচ্ছে। আমি সবার কাছে, বিশেষ করে রাজধানীবাসীর কাছে সহযোগিতা চাই। আমরা যেন সমাবেশটি যথাযথভাবে সম্পন্ন করতে পারি। 

তিনি বলেন, সমাবেশ নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করেছি। তারা সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা ও নিরাপত্তা দেবেন বলে আশ্বস্ত করেছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ট্রাফিক বিভাগের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকার বাইরে থেকে আগত বাসগুলো কোন কোন স্থানে থামবে সে বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, সমাবেশকে ঘিরে ৬ হাজারের মতো স্বেচ্ছাসেবক আটটি বিভাগের দায়িত্ব পালন করছেন। তারা সমাবেশস্থলের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও আগত অতিথিদের সেবা দিতে কাজ করবেন।

জামায়াতের এই নেতা বলেন, সমাবেশ স্থলে অন্তত ৫০ থেকে ৬০ হাজার বোতল পানির সরবরাহ করা হবে। আগতদের জন্য স্যানিটেশন ব্যবস্থা, অজু করার ব্যবস্থা করা হয়েছে। 

ঠিকানা/এএস

কমেন্ট বক্স