ঢাকার অভিজাত এলাকা গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ জুলাই (শনিবার) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাড়িতে গিয়ে তারা এ চাঁদাবাজির চেষ্টা চালায়। গুলশান থানা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।
গুলশান থানা সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অন্যতম রিয়াদ নামে এক তরুণ, যিনি নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয়ে পরিচয় দিতেন এবং চক্রটির নেতৃত্বে ছিলেন। সম্প্রতি তিনি ও তার সহযোগীরা এক সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠে। এর কিছুদিন পর ওই বাসায় আবার গিয়ে তারা ১০ লাখ টাকা আনার কথাও বলেন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় চাঁদা তোলার চেষ্টার সময় স্থানীয়দের সহায়তায় গুলশান থানা পুলিশ পাঁচজনকে আটক করে। বর্তমানে তারা থানার হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঠিকানা/এএস