Thikana News
২৮ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৮ জুলাই ২০২৫

এইচ-১বি ক্যাটাগরিতে ৮৫ হাজার আবেদন বাছাই

এইচ-১বি ক্যাটাগরিতে ৮৫ হাজার আবেদন বাছাই
এইচ-১বি বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে কাজ করার একটি বিশেষ সুযোগ। এই সুযোগ নিয়ে একজন ব্যক্তি এখানে চাকরি করতে পারেন এবং তার  পরিবার-পরিজনকে নিয়ে এখানে বসবাস করতে পারেন ও সব ধরনের সুযোগ-সুবিধা পেতে পারেন। সেই সঙ্গে তার কোম্পানি যদি তাকে স্পন্সর করে, তাহলে তিনি এ দেশে স্থায়ীভাবে থাকার জন্য গ্রিনকার্ড পান। গ্রিনকার্ড পেলে তিনি তার স্পাউস ও সন্তানদের এ দেশে আনার জন্য আবেদন করতে পারেন। আবেদন গ্র্যান্ট হলে এখানে নিয়ে আসতে পারেন। তারা যদি এ দেশে থাকেন, তাহলে তাদের জন্য স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে পারেন। ফলে একজন এইচ-১বি এর সঙ্গে তার পরিবারের সদস্যরা এখানে থাকার সুযোগ পাবেন। আগামী ২০২৬ অর্থবছরের জন্য ইউএসসিআইএস থেকে এইচ-১বি ক্যাটাগরিতে মোট ৮৫ হাজার আবেদনকারী বাছাইয়ের লক্ষ্যমাত্রা ছিল। ইতিমধ্যে ইউএসসিআইএস এইচ-১বি ক্যাপের লক্ষ্যমাত্রা পূরণ করেছে। এর মধ্যে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা ২০২৬ অর্থবছরের জন্য কংগ্রেস কর্তৃক নির্ধারিত ৬৫ হাজার এইচ-১বি ভিসার নিয়মিত ক্যাপ এবং ২০ হাজার এইচ-১বি ভিসার মার্কিন উন্নত ডিগ্রি ছাড়, যা মাস্টার্স ক্যাপ নামে পরিচিত, পৌঁছানোর জন্য পর্যাপ্ত আবেদন পেয়েছে। ইউএসসিআইএস বলছে, আমরা সেই আবেদনগুলো গ্রহণ এবং প্রক্রিয়াকরণ চালিয়ে যাব, যা ক্যাপ থেকে অব্যাহতিপ্রাপ্ত। বর্তমান এইচ-১বি কর্মীদের জন্য দায়ের করা আবেদনগুলো যাদের পূর্বে ক্যাপের বিরুদ্ধে গণনা করা হয়েছে এবং যারা এখনো তাদের ক্যাপ নম্বর ধরে রেখেছেন, তারা ২০২৬ অর্থবছরের এইচ-১বি ক্যাপ থেকে অব্যাহতিপ্রাপ্ত। আমরা দায়ের করা আবেদনগুলো গ্রহণ এবং প্রক্রিয়াকরণ চালিয়ে যাব, এর মধ্যে রয়েছে বর্তমান এইচ-১বি কর্মী মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময়কাল বাড়ান, বর্তমান এইচ-১বি কর্মীদের জন্য কর্মসংস্থানের শর্তাবলি পরিবর্তন করেন, বর্তমান এইচ-১বি কর্মীদের নিয়োগকর্তা পরিবর্তন করার অনুমতি চান এবং বর্তমান এইচ-১বি কর্মীদের অতিরিক্ত এইচ-১বি পদে একই সঙ্গে কাজ করার অনুমতি চান। উল্লেখ্য, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বিশেষ পেশায় বিদেশি কর্মীদের নিয়োগের জন্য এইচ-১বি প্রোগ্রাম ব্যবহার করে।

কমেন্ট বক্স