ব্রাজিলিয়ান লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল সান্তোস ও জুভেন্টুড। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে জোড়া গোল করেন নেইমার, যার সুবাদে ৩-১ গোলের জয় তুলে নেয় সান্তোস।
প্রথমার্ধে দারুণ সূচনা করে সান্তোস। ম্যাচের ৩৭তম মিনিটে প্রথম গোল করেন নেইমার। এরপর মাত্র তিন মিনিট পরই আলভারো ব্যারিয়াল গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তবে প্রথমার্ধের শেষদিকে একটি গোল শোধ দেয় জুভেন্টুড, ফলে বিরতিতে স্কোরলাইন দাঁড়ায় ২-১।
দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও ৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। এরপর আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।
এই জয়ের ফলে লিগে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল সান্তোস। আগের তিন ম্যাচে দুইটি হার ও একটি ড্র ছিল তাদের। ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে এখন লিগ টেবিলের ১৫তম স্থানে রয়েছে দলটি।
ঠিকানা/এএস