রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, বৈঠকের মাধ্যমে চলমান যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হতে পারে। খবর এএফপির।
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে রুশ নেতার সঙ্গে আলোচনার একদিন পর আজ ৭ আগস্ট (বৃহস্পতিবার) জেলেনস্কি এই আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি লেখেন, ‘আমরা ইউক্রেন থেকে বারবার বলেছি, প্রকৃত সমাধানের পথ শুধুমাত্র নেতৃত্ব পর্যায়ে আলোচনার মাধ্যমেই কার্যকর হতে পারে। এমন একটি বৈঠকের সময়সূচি নির্ধারণ করা এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সেটিও আগে থেকেই স্পষ্ট করা জরুরি’
এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলেন জেলেনস্কি। ট্রাম্প তাকে বলেছিলেন, তিনি ‘খুব শিগগিরই’ পুতিনের সঙ্গে দেখা করতে পারেন।
ঠিকানা/এসআর