নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত ডিটেকটিভ দিদারুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত ২৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে ব্রঙ্কসের পার্কচেস্টার মসজিদে মরহুমের নামাজে জানাজা হয়। তাতে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ।
জানাজার পর দিদারের মরদেহ নিয়ে যখন দাফনের উদ্দেশ্যে নিউজার্সির টোয়ায়া কাউন্টির লরেল ক্রোভ সেমিট্রিতে নিয়ে যাওয়া হয়। গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় নিউইয়র্ক পুলিশের চারটি হেলিকপ্টার টহল দেওয়ার মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানায়।
ডিটেকটিভ দিদারুলের মরদেহ দাফন করার সময় লরেল ক্রোভ সেমিট্রিতে শেষ শ্রদ্ধা জানান নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা। এসময় বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন কর্মকর্তা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই সোমবার এক অস্ত্রধারী ম্যানহাটনের একটি ভবনে ঢুকে দিদারুলসহ চারজনকে গুলি চালিয়ে হত্যা করে। এরপর আত্মহত্যা করে হামলাকারী। সাহসিকতার স্বীকৃতি হিসেবে দিদারুলকে ‘প্রথম গ্রেডের ডিটেকটিভ’ হিসেবে মরণোত্তর পদোন্নতি দিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।