Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

আমায় মনে রেখো না

আমায় মনে রেখো না
আমি যদি আবার হারিয়ে যাই
মনে রবে কি আমার কথা?
তুমি বললে কবে
আমি বললাম তুমি বলবে যবে
তুমি বড্ড স্বার্থপর,
সাহস করে বলোনি তো
আর তো দেব না হারাবার।
তোমার বলা না বলায়
আমারই-বা কী আসে যায়?
আমি চিরকাল লুকিয়ে রেখেছি নিজেকে,
চাইনি তো কারো কাছে কিছু
আর তাই থাকেনি কেউ আমায় পিছু।
আমি হারিয়ে যাব যখন
জানি সবাই ভুলে যাবে তখন।
আমার কাছে আমি বা আমাকে
তুমি বা তোমাদের,
ব্যতিক্রম কিছু লাগেনি
না আমি কাউকে ডেকেছি
না কেউ আমায় তার তীব্র ভালোবাসায়, বেঁধে রাখেনি
আমি হারাব ধূপছায়ার মতন,
মনে রেখো না কেউ আমায় তখন।

কমেন্ট বক্স