Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

সৈয়দ সুমন নিউইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট কমান্ডার হলেন

সৈয়দ সুমন নিউইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট কমান্ডার হলেন
বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনী হিসেবে খ্যাত নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ডিটেকটিভ স্কোয়াডের লেফটেন্যান্ট কমান্ডার পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার কৃতি সন্তান সৈয়দ সুমন মাহবুব। তিনি বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) প্রতিষ্ঠাতা সভাপতি। 
নিউইয়র্ক পুলিশের চাকরিতে যোগদানের প্রথম ধাপ হচ্ছে অফিসার পদ। ১৯৯৯ সালে তিনি অফিসার পদে যোগ দেন। পরে পরীক্ষায় উন্নীত হয়ে সৈয়দ সুমন মাহবুব সার্জেন্ট পদে পদোন্নতি লাভ করেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান। সম্প্রতি ক্যাপ্টেন পদের পরীক্ষায় উন্নীত হয়েছেন সৈয়দ সুমন মাহবুব। যে কোনো সময় তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি পাবেন। বর্তমান লেফটেন্যান্ট কমান্ডার পদটি নিউইয়র্ক পুলিশ বিভাগে অত্যন্ত সম্মানজনক এবং সুযোগ-সুবিধার দিক থেকে ক্যাপ্টেন পদমর্যাদার।  
বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) মিডিয়া লিয়াজোঁ ও এনওয়াইপিডির ইন্টেলিজেন্স ব্যুরোর ডিটেকটিভ জামিল সরোয়ার জনি ঠিকানাকে জানান, সৈয়দ সুমন মাহবুব ১৯৯৯ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন। সেসময় মাত্র তিন থেকে চারজন বাংলাদেশি-আমেরিকান নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। কঠোর ত্যাগ এবং পরিশ্রমী অফিসার হিসেবে খুব অল্প দিনেই পুলিশ বিভাগে সুনাম অর্জন করেন তিনি। পেশার প্রতি কমিটমেন্ট, দক্ষতা ও সেবার অনন্য নজীর স্থাপন করেন বাংলাদেশি অফিসাররা। ফলে অতি অল্পদিনে পুরো পুলিশ বিভাগে বাংলাদেশি অফিসারদের সুনাম ছড়িয়ে পড়ে। এতে বাংলাদেশি আমেরিকানদের এই পেশায় যোগ দেয়ার পথ অনেকটা সহজ হয়ে যায়। 
ডিটেকটিভ জামিল আরো জানান, বর্তমানে নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি বংশোদ্ভুত অফিসারদের সংখ্যা এক হাজারেরও বেশী। তাদের মধ্যে একজন ইন্সপেক্টর, চারজন ক্যাপ্টেন, ১৫ জন লেফটেন্যান্ট, ৮২ জন সার্জেন্ট, কমপক্ষে ১০ জন ডিটেকটিভ পদে কর্মরত। এছাড়া ট্রাফিক বিভাগে কর্মরত আছেন আরো দুই সহস্রাধিক। এই বিভাগে ম্যানেজারসহ বহু সুপারভাইজার পদে বাংলাদেশিরা রয়েছেন।  
তিনি জানান, সৈয়দ সুমন মাহবুব ব্যক্তিগতভাবে সবসময় চাইতেন আরও বেশিসংখ্যক বাংলাদেশি পুলিশ বিভাগে যোগদান করুক। তাই কমিউনিটির জন্য কাজ করতে তিনিসহ কয়েকজন অফিসার মিলে ২০১৫ সালের জানুয়ারিতে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি মুসলিম অফিসার্স অ্যাসোসিয়েশনের করেসপন্ডেন্ট সেক্রেটারিও ছিলেন। 
লেফটেন্যান্ট কমান্ডার পদে নিয়োগলাভের পর সৈয়দ সুমন মাহবুব ঠিকানাকে বলেন, ‘একসময় চাইতাম আমাদের নতুন প্রজন্ম নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগদান করুক। সেই চাওয়া অনেকটাই পূরণ হতে চলেছে। নতুন প্রজন্ম এখন বিপুলভাবে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দিচ্ছে।’ তিনি বলেন, সবার প্রচেষ্টায় নিউইয়র্ককে আমরা একটা নিরাপদ, পরিছন্ন, স্বাস্থ্যকর সর্বোপরি সবদিক দিয়ে বসবাসের উপযোগী একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পারবো। 
উল্লেখ্য, সুমন সৈয়দ সপরিবারে নিউইয়র্ক শহরের কুইন্সে বসবাস করছেন। তিনি লেখাপড়া করেছেন নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটিতে। 

কমেন্ট বক্স