Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

অপরাধী না হলে গ্রিনকার্ড ও সিটিজেনদের কোনো ভয় নেই

অপরাধী না হলে গ্রিনকার্ড ও সিটিজেনদের কোনো ভয় নেই
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ যুক্তরাষ্ট্রে এসে বৈধভাবে থাকার সুযোগ পেয়েছেন। সঠিক ও সত্য তথ্য দিয়ে, কোনো ধরনের প্রতারণার আশ্রয় না নিয়ে তারা গ্রিনকার্ড ও সিটিজেনশিপ পেয়েছেন। যেসব গ্রিনকার্ডধারী ও সিটিজেন কোনো ধরনের অন্যায় কিংবা অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন, তাদের কোনো ডরভয় নেই। তারা চাইলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অথবা নিজ দেশে কিংবা যুক্তরাষ্ট্র অনুমোদিত বিশ্বের যেকোনো দেশে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন। যুক্তরাষ্ট্র তার দেশের বৈধ অভিবাসী ও টিজেনদের কোথাও যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা প্রদান করে না। তারা অনায়াসে যেতে পারবেন ও ফিরে আসতে পারবেন। তবে কোনো ধরনের অন্যায়, অপরাধ, বেআইনি কাজ যুক্তরাষ্ট্রের ভেতরে বা বাইরে করা যাবে না।
যুক্তরাষ্ট্রে সামার এখন শেষ পর্যায়ে। তবে গ্রিনকার্ডধারী ও সিটিজেনরা চাইলে এখনো যেকোনো স্থানে ঘুরে আসতে পারেন। তারা বিমানবন্দরে কোনো ধরনের ঝক্কি-ঝামেলায় পড়বেন না।
এ বিষয়ে আটাব সেক্রেটারি ও স্কাইল্যান্ড ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ মোর্শেদ ঠিকানাকে বলেন, এই মৌসুমে ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধরপাকড়ের ভয়ে গ্রিনকার্ডধারী এমনকি অনেক সিটিজেনও টিকিট কিনে তা বাতিল করেছেন। আসলে একধরনের অপপ্রচার ও প্রোপাগান্ডার কারণে মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে। তিনি আরও বলেন, যারা জীবনে কোনো ধরনের অপরাধ করেননি, তাদের কোনো সমস্যা নেই। যারা ক্লিন ইমেজের, যুক্তরাষ্ট্রের সব নিয়মকানুন মেনে চলেন, কোনো অন্যায়-অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন, সরকারের খাতায় অপরাধী হিসেবে নাম নেই, কখনো ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে মিথ্যা তথ্য দেননি, এ ধরনের মানুষের বিদেশে যেতে আসতে কোনো বাধা নেই। কোনো বিমানবন্দরেও তাদের হয়রানি করা হচ্ছে না। এ রকম ক্লিন ইমেজের হাজার হাজার মানুষ কাজের প্রয়োজনে বা বেড়ানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন ও ফিরছেন। তাই ঢালাওভাবে সবার ভয় পাওয়ার কোনো কারণ নেই।
মাসুদ মোর্শেদ বলেন, সম্প্রতি আমি সপরিবারে ইউরোপ ভ্রমণে গিয়েছিলাম। বিমানবন্দরে কোনো ঝামেলা হয়নি। আসলে যারা যুক্তরাষ্ট্রের পরিচ্ছন্ন নাগরিক, তারা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বিশ্বের যেকোনো দেশে যেতে পারছেন এবং ফিরেও আসছেন। আমাদের আটাব প্রেসিডেন্টও সম্প্রতি ভ্রমণ করে এসেছেন। তিনিও সুন্দরভাবে ভ্রমণ করেছেন। কোনো সমস্যা হয়নি। তাই অযথা যাতে গুজব না ছড়ায়, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। যাদের সমস্যা রয়েছে, কেবল তারাই বিপদে পড়তে পারেন।

কমেন্ট বক্স