নিউইয়র্ক সিটির স্কুলগুলোতে সামারের ছুটি প্রায় শেষ। ইতিমধ্যে স্কুলগুলোতে নতুন বছরের শিক্ষা কার্যক্রমের প্রস্তুতি শুরু হয়েছে। ৪ সেপ্টেম্বর ২০২৫-
২৬ শিক্ষাবর্ষের প্রথম দিন। এই দিনেই নিউইয়র্ক সিটির স্কুলগুলো খুলছে। শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। অনেক শিক্ষার্থী প্রাইমারি স্কুল শেষ করে মিডল স্কুলে যাবে। নতুন স্কুল ও নতুন পরিবেশে তারা হাইস্কুলে ক্লাস করবে। এখন সিটির প্রতিটি শিক্ষার্থীর পরিবারে স্কুলে যাওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিভিন্ন সামাজিক ও নন-প্রফিট সংস্থা শিক্ষার্থীদের স্কুলসামগ্রী উপহার দিচ্ছে। সেই সঙ্গে পরিবারগুলো তাদের সন্তানদের জন্য প্রয়োজনীয় স্কুলসামগ্রী কিনছে। অনেকেই নতুন পোশাক, জুতা, ব্যাগসহ বিভিন্ন ধরনের জিনিস কিনছে। তবে এবার আর স্কুল শিক্ষার্থীদের নতুন ফোন কেনা হচ্ছে না। কারণ এই সেশন থেকেই স্কুলে পার্সোনাল ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন থেকে নতুন সেশনের স্কুলের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সব তথ্য স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, স্টাফ, শিক্ষার্থী, অভিভাবকসহ সবার জন্য প্রকাশ করেছে। যদি কোনো বিষয়ে কারও তথ্য জানার প্রয়োজন হয়, তাহলে স্কুল কর্তৃপক্ষ বা ডিপার্টমেন্ট অব এডুকেশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।