বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের নবগঠিত সংগঠন ‘এক্স অফিসিয়ালস অব বাংলাদেশ সোসাইটি ইনক’-এর উদ্যোগে প্রথমবারের মতো মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগস্ট রোববার কুইন্সের লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের বলরুমে সোসাইটির সাবেক আর বর্তমান কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং তাদের পরিবারসহ প্রায় আড়াই শতাধিক অতিথি অংশ নেন এ অনুষ্ঠানে।
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটির একাধিক প্রতিষ্ঠাতা সদস্যও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোসাইটির সাবেক ও বর্তমান কমিটির সদস্যদের সরব উপস্থিতিতে সুন্দর ও সফল মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে সোসাইটির কর্মকর্তারা অনেক দিন পর একে অন্যকে দেখে, কাছে পেয়ে আবেগ-আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে বক্তারা সম্মিলিতভাবে সোসাইটিকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সোসাইটির ভবন তথা কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার জন্য সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিদেশ বিভূঁইয়ে সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তা ও পরিবার-পরিজনদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতির উপর গুরুত্বারাপ করেন।
বার্তা সংস্থা ইউএনএ জানায়, ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের মূল মঞ্চে ছিল না কোনো আসন। সন্ধ্যা ৭টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তেলাওয়াত করেন সোসাইটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জামিল আনসারী এবং গীতা পাঠ করেন সোসাইটির সাবেক সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায় চৌধুরী। এরপর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সোসাইটির নিজস্ব শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিলনমেলা আয়োজক কমিটির কনভেনর ও সোসাইটির সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূঁইয়া।
এরপর মিলনমেলা আয়োজক কমিটির বিভিন্ন কমিটি, সোসাইটির ট্রাস্টি ও নির্বাচন কমিশনের সদস্যদের অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। সোসাইটির বর্তমান কমিটিকে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে সোসাইটির সাবেক সভাপতি ডা. এম বিল্লাহ, ডা. মোহাম্মদ হামিদুজ্জামান, মোহাম্মদ আক্তার হোসেন, নার্গিস আহমেদ, আজমল হোসেন কুনু ও মোহাম্মদ আব্দুর রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হামিদ রেজা খান, একে এম ফাজলে রাব্বী ও রানা ফেরদৌস চৌধুরী, বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনেওয়াজ, বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী, ডা. ফারুক আজম প্রমুখ শুভেচ্ছা বক্তব্য দেন। যৌথভাবে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাবেক কর্মকর্তা মোহাম্মদ জামান তপন। মঞ্চ পরিকল্পনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফজলে রাব্বি।
বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা উপলক্ষে ‘অনুরণন’ শীর্ষক স্মরণিকা প্রকাশ করা হয়। ফিতা কেটে এর মোড়ক উন্মোচন করেন মিলনমেলার কনভেনর ডা. ওয়াদুদ ভূঁইয়া। এসময় প্রচার ও প্রকাশনা কমিটির চেয়ারম্যান ও ‘অনুরণন’ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও তার সম্পাদনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বরণিকাটিতে ১৯৭৫ সাল থেকে বর্তমান কমিটি পর্যন্ত সকল কর্মকর্তা, নির্বাচন কমিশন, আগত সকল অতিথিকে ধন্যবাদ জানানো হয়।
এছাড়াও অনুষ্ঠানে সোসাইটির সাবেক ৪ সাংস্কৃতিক সম্পাদক যথাক্রমে চমন আরা বেগম, স্বপ্না কাওসার, মনিকা রায় চৌধুরী ও ডা. শাহনাজ লিপি, নাট্য সম্পাদক শেখ সিরাজ এবং আমন্ত্রিত শিল্পী রুনা রায় সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত ও ডি এল রায়ের লেখা ‘ধনধান্য পুষ্প ভরা’ গানটি পরিবেশন করেন।
অনুষ্ঠানে একক সংগীত পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত সংগীত শিল্পী লীনা তাপসী। তিনি একে একে ৪টি গান পরিবেশন করেন। যন্ত্র সঙ্গীতে ছিলেন মাসুদুর রহমান (কি-বোর্ড) ও খুশবু আলম (তবলা)। সব শেষে ছিলো নৈশভোজ। মধ্যরাত অবধি অনুষ্ঠান চলে।