Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

যাত্রীদের জন্য দ্রুত ও নিরাপদ  ভ্রমণে নতুন ই-গেটস চালু

যাত্রীদের জন্য দ্রুত ও নিরাপদ  ভ্রমণে নতুন ই-গেটস চালু
ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমানবন্দরে নতুন ইলেকট্রনিক গেটস (ই-গেটস) চালু করেছে। এর মাধ্যমে যাত্রীদের পরিচয় যাচাই আরও দ্রুত ও সহজ হবে।
ই-গেটস যাত্রীদের বায়োমেট্রিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে তাদের পরিচয়পত্র ও বোর্ডিং পাসের সঙ্গে মিলিয়ে নিতে সক্ষম। এতে মানব অপারেটরের প্রয়োজন নেই। ফলে অপেক্ষার সময় কমবে এবং নিরাপত্তা বাড়বে।
টিএসএ’র রেজিস্টার্ড ট্রাভেলার প্রোগ্রামের আওতায় পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হয়েছে। টিএসএ-র অ্যাক্টিং ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডাম স্টাহল জানান, ই-গেটস যাত্রীদের জন্য কম ঝামেলাপূর্ণ এবং নিরাপদ অভিজ্ঞতা তৈরি করবে। শিগগিরই এটি ওয়াশিংটনের রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্ট এবং সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হবে।
 

কমেন্ট বক্স