Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

প্রিমিয়ার লিগে বর্ষসেরা পুরস্কার জিতে সালাহর ইতিহাস

প্রিমিয়ার লিগে বর্ষসেরা পুরস্কার জিতে সালাহর ইতিহাস বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতে মোহামেদ সালাহ। ছবি: এএফপি
তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার হয়েছেন মোহামেদ সালাহ। প্রিমিয়ার লিগের একমাত্র ফুটবলার হিসেবে তিনবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়েছেন তিনি। 

বর্ষসেরা হওয়ার দৌড়ে ছিলেন নিউক্যাসল ইউনাইটেডের অ্যালেক্সজান্ডার আইজ্যাক, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, সালাহর ক্লাব সতীর্থ আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার, চেলসির ইংলিশ ফুটবলার কোল পালমার ও আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রিচ।

মঙ্গলবার ম্যানচেস্টারের অপেরা হাউজে সালাহর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সালাহ ২০২৪-২৫ মৌসুমে দারুণ খেলায় ‘প্রশেফনাল ফুটবলার এসোসিয়েশন’ (পিএফএ)-এর দেওয়া এই পুরস্কার জিতেছেন। গত মৌসুমে তিনি ২৯ গোল করেছিলেন ও ১৮ গোলে সহায়তা দিয়েছিলেন। 

এর আগে ২০১৭-১৮ ও ২০২১-২২ মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন মিশরীয় তারকা সালাহ। পিএফএ-এর বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার মরগান রজার্স। ম্যানসিটিতে যোগ দেওয়া গোলরক্ষক জেমস ট্রাফোর্ড চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলার হয়েছেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স