Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ভারতের দাপুটে জয়, সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

ভারতের দাপুটে জয়, সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের ছবি : সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শেষ পর্যন্ত ভারতই হাসল শেষ হাসি। ভুটানের বিপক্ষে ড্র করে আগেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তাই শিরোপার সমীকরণও তখন অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল প্রীতিদের জন্য। সন্ধ্যায় ভারতের দাপুটে জয় সেই স্বপ্নকে একেবারেই গুঁড়িয়ে দিল।

নেপালকে ৫–০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে ভারত। পাঁচ ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। সমান ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট। শেষ ম্যাচে জিতলেও দুই পয়েন্টের ব্যবধান থেকেই যাবে, ফলে স্বপ্নভঙ্গ নিশ্চিত হলো লাল-সবুজ শিবিরে।

চার দলের টুর্নামেন্টে নেপালের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট, আর স্বাগতিক ভুটান আছে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে। আগামী পরশু মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত, তবে সেই লড়াই এখন শুধুই নিয়মরক্ষার।

ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভারত না খেলায় বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ভুটানে বয়সভিত্তিক আসরে ভারতের বিপক্ষে হেরে আগেই ব্যাকফুটে চলে গিয়েছিল তারা। আজ ভুটানের সঙ্গে গোলশূন্য ড্র দলকে শিরোপার দৌড় থেকে ছিটকে দিল নিশ্চিতভাবেই।

বাংলাদেশ কোচের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সমর্থকদের হতাশা স্পষ্ট। লড়াই চললেও শেষমেশ ভাগ্যের মুকুটটা আবারও ভারতের মাথাতেই উঠল।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স