চাঁদ উঠেছে... কিন্তু সে শুধু চাঁদ নয়, এক বিভ্রমও বটে
তার শুভ্র আলোয় ভেসে আসছে যত সব অচেনা মুখ
যারা কখনো আমার ছিল না, আবার আমারই ছিল
অথচ সাদা জ্যোৎস্নারা আজ শরতের মতোন শীতল
যে আমার শূন্য হাত ছুঁয়ে আছে এক অদৃশ্য স্পর্শে!
যেন জীবনানন্দের কবিতার মতো শঙ্খচিল উড়ে যাচ্ছে
অথচ তার কোনো প্রাকৃতজ ডানা নেই
তার জলের ওপর চাঁদ যেন একটি ভেঙে যাওয়া আয়না
যেখানে আমি এখন আর নিজেকে খুঁজে পাই না।
তবুও এই শরতের জ্যোৎস্না আমাকে নিয়ে যাচ্ছে এক
ভিন্ন জগতে, যেখানে বাস্তবতা আর পরাবাস্তবতা এখন হররোজ মধ্যরাতে মিলেমিশে একাকার হয়...
আর আমি সেই মহাজাগতিক জগতে দাঁড়িয়ে আছি
একা...কেবল একা
আর আমার চারপাশে শুধু শূন্যতা দিয়ে শূন্যতা ঢাকা!!