মেঘের কার্নিশে রেখেছি হৃদয়ের বন্ধক
দুঃখের জমাটবাঁধা মেঘ ফোঁটায় ফোঁটায়
ঝরে পড়ে মায়ার কাননে।
নেই কোনো প্রেমের বাঁধন।
মেঘের ডানায় ভর করে উড়তে থাকি
নীলাম্বরের তেপান্তরে।
নেই কোনো দায়বদ্ধতা, প্রেমের টান।
খুঁজে পাই না দৃষ্টির গভীরতায় নিগূঢ় ভালোবাসা
অধরা ভিজে যায় মেঘের কান্নায়
শূন্যতার নিপীড়নে
রক্তক্ষরণ হতে থাকে অনর্গল
স্বপ্নের তৃষ্ণায় ছুঁতে চাই মেঘের জলরাশি
বাঁধনহারা প্রেম অশ্রুসিক্ত চোখে
ফ্যালফ্যাল করে চেয়ে থাকে
অন্তহীন বিচ্ছিন্নতায়।