Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩১১ জন

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩১১ জন ছবি : সংগৃহীত
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা এবং রাজশাহী বিভাগের দুজন বাসিন্দা। নতুন করে রোগটি শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১১ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১০ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭৮২ জন।
২১ আগস্ট (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একদিনে যারা ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনায় ১৫ জন, ময়মনসিংহে দুজন এবং রাজশাহী বিভাগে ২১ ডেঙ্গু রোগী হয়েছে। এসময় ৩১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ নিয়ে চলতি বছরে শনাক্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেলেন ২৬ হাজার ৩৭৯ জন।
অধিদপ্তরের তথ্যমতে, আগস্টের গত ২১ দিনে ৬ হাজার ৮০২ জন ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছেন ২৭ জন। সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪০৩ রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৪৪০ জন, বাকি ৮৫৩ জন অন্যান্য বিভাগে।

ঠিকানা/এএস

কমেন্ট বক্স