Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

নাটোরের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মারা গেছেন

নাটোরের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মারা গেছেন
নাটোর-৩ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি আর নেই। আজ ৩০ আগস্ট (বুধবার) সকাল ৭টা ২২ মিনিটে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এর আগে শ্বাসকষ্টজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিউইউতে স্থানান্তর করা হয়। সেখানেই মারা যান তিনি। তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

আব্দুল কুদ্দুস এমপি মারা যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমপি কুদ্দুসের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইব্রাহিম জানান, জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় প্রথম জানাজা, বড়াইগ্রাম ও গুরুদাসপুুর জোহা কলেজ মাঠে দ্বিতীয় ও তৃতীয় জানাজা এবং তার গ্রাম বিলসায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে সময় এখনো নির্ধারণ করা হয়নি। পরে সময় জানানো হবে বলে জানান তিনি।

তিনি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ছিলেন শিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যও ছিলেন। ৭ বারের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস এলাকার উন্নয়ন ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে গেছেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স