প্ল্যান-বি হলো জাতীয় পার্টির (জাপা) ওপর ভর করে লীগকে ফেরানো। সে জন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া-দক্ষিণপাড়া মিলেমিশে একাকার।
রাজধানীর বিজয়নগরে জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যকার ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এমনটাই লিখেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, নুর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটা। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে! এমন ঘৃণ্যতর হামলার নিন্দা জানাচ্ছি।
তিনি লিখেছেন, আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর, বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক। তাদের পরিণতিও একই হবে।
ঠিকানা/এনআই