Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

শনিবার সারা দেশে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

শনিবার সারা দেশে গণ অধিকার পরিষদের বিক্ষোভ ছবি সংগৃহীত
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দলটি। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে নতুন এ কর্মসূচির কথা জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, শনিবার দুপুর ১২টায় সারা দেশের ৬৪ জেলায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে। পাশাপাশি এই হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে বিকেল ৩টায় ঢাকায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স