জহিরুল হক বিদ্যুৎ
বোধকে নিয়ত হত্যা করতে করতে
একদিন অসংখ্য শরীর থেকে
ঝরে পড়ে উৎকৃষ্ট মানুষের গন্ধ;
কে এঁকে দেয় এ বৈষম্যের পটভূমি?
কে-বা গড়ে দেয় এ অপ্রিয় পার্থক্য?
শরীরের ক্ষুধা নাকি মনের ক্ষুধা?
শরীরের ক্ষুধা যখন তীক্ষè নেংটি ইঁদুর,
মনের ক্ষুধা যখন ভয়ানক ডাইনোসর,
বুভুক্ষু জানালা দিয়ে তখন ঢুকে যায়
লোলুপ তপ্ত হাওয়া অতৃপ্ত যন্ত্রণায়।
অনন্ত অসীমে ঈশ্বরকে দেখবে বলে
কেউ বুভুক্ষু জানালায় পেরেক ঠুকে,
কেউ কপাট খুলে নিত্য লোপাট করে
পার্থিব সুখে ঈশ্বর হওয়ার বাসনায়।