Thikana News
২১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

হংকংয়ে সমুদ্রে ছিটকে পড়ে দুই টুকরো ‘কার্গো প্লেন’, নিহত ২ 

হংকংয়ে সমুদ্রে ছিটকে পড়ে দুই টুকরো ‘কার্গো প্লেন’, নিহত ২  সাগরে ছিটকে পড়েছে বিমান



 
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়েছে। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। নিহতরা বিমানবন্দরের কর্মী ছিলেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮ পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি। 

দেশটির স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ৫০ মিনিটে প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায়। পরবর্তী সময়ে উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করার পর তাদের হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, ঘটনাস্থলেই দুজনই মারা যান। তবে প্লেনে থাকা চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বিমানবন্দরের অন্য দুইটি রানওয়ে চালু রয়েছে।

দুর্ঘটনার বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে। 

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, প্লেনটি অবতরণের সময় রানওয়ের অবস্থা নিরাপদ ছিল এবং আবহাওয়াও চমৎকার ছিল। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্লেনটি দুইভাগ হয়ে গেছে তবে এখন পর্যন্ত ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়নি। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স