Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় 

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বেয়াই গ্রেপ্তার

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বেয়াই গ্রেপ্তার গ্রেপ্তার জাকির হোসেন। ছবি: সংগৃহীত





 
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের বেয়াই ও জাগীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। ২ নভেম্বর (রবিবার) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ। এর আগে বিকেলে সদর উপজেলার মেঘশিমুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, জাকির হোসেন সদর উপজেলার গাড়াকুল এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি জাগীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার ছেলে রাশেদ রায়হানের উকিল বাবা হিসেবে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেই থেকে দুজনের বেয়াই সম্পর্ক তৈরি হয়। জাকির হোসেন শিল্পাঞ্চল জাগীর এলাকার টানা তিনবারের সাবেক চেয়ারম্যান।

ওসি বলেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স