জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তিসহ সার্বিক তদারকি এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে ১০ সদস্যবিশিষ্ট ‘কেন্দ্রীয় ভর্তি কমিটি’ গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে সভাপতি করা হয়েছে। ৩ নভেম্বর (সোমবার) রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। এ ছাড়া অন্যান্য সদস্য হলেন ট্রেজারার কলা অনুষদের ডিন, বিজনেস স্টাডিস অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন, সামাজিক অনুষদের ডিন, আইন অনুষদের ডিন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন, চারুকলা অনুষদের ডিন।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম সভার (জরুরি সভা) সিদ্ধান্ত এ ভর্তি কমিটি গঠন করা হয়েছে।



ঠিকানা অনলাইন


