আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৩৭ আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। ৩ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে লড়বেন মো. শফিকুল ইসলাম খান। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মনোনয়ন পাওয়াদের মধ্যে ঢাকা-১ আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ ইসরাক হোসেন, ঢাকা-৭ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-৯ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-১০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
এ ছাড়া ঢাকা-১১ আসনে মনোনয়ন পেয়েছেন এম এ কাইয়ুম, ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ আসনে মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আসনে আমিনুল হক, ঢাকা-১৭ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-১৮ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা-২০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
ঠিকানা/এএস
 
 


 ঠিকানা অনলাইন 
                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
