Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

নৌকার পক্ষে ভোট চাওয়া জামালপুরের ডিসিকে প্রত্যাহার

নৌকার পক্ষে ভোট চাওয়া জামালপুরের ডিসিকে প্রত্যাহার ছবি সংগৃহীত
নৌকার পক্ষে ভোট চেয়ে বিতর্কিত জামালপুর জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে সেখানে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক মো. শফিকুর রহমানকে।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদকে বদলি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে জামালপুরের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক (উপসচিব) মো. শফিউর রহমান।

গত মঙ্গলবার একটি অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ‘বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করা আমাদের প্রত্যেকের অঙ্গীকার’ বলে বক্তব্য দেন জামালপুরের জেলা প্রশাসক ইমরান আহমেদ। তার এই বক্তব্য দেশজুড়ে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়।

এ ঘটনায় ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স