Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

ইলন মাস্ককে এরদোগানের প্রশ্ন, আপনার স্ত্রী কোথায়?

ইলন মাস্ককে এরদোগানের প্রশ্ন, আপনার স্ত্রী কোথায়?
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সম্প্রতি দেখা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। নিউইয়র্কের তার্কিশ হাউজে এরদোগানের সঙ্গে মাস্কের এই সাক্ষাৎ হয়। এ সময় মাস্কের সঙ্গে তার ছেলেও ছিল।

মাস্কের কোলে থাকা ছেলেকে দেখে এরদোগান তার কাছে জানতে চান, আপনার স্ত্রী কোথায়? 

জবাবে টেসলার প্রতিষ্ঠাতা বলেছেন, ‘ওহ, সে এখন সান ফ্রান্সিসকোতে থাকে। আমরা এখন আলাদা থাকি। সে কারণেই আমি আমার ছেলের অধিকাংশ দেখাশোনা করে থাকি।’

মাস্কের বান্ধবী কানাডিয়ান গায়ক গ্রিমস। তাদের তিন সন্তান। ২০২০ সালের মে মাসে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। কিন্তু তারা এখনো বিয়ে করেননি। তবে এর আগে কানাডিয়ান লেখক জাস্টিন উইলসন এবং ইংরেজ অভিনেতা তালুলাহ রিলিকে বিয়ে করেছিলেন মাস্ক।

এদিকে ইলন মাস্ককে তুরস্কে সফর ও দেশটিতে টেসলার সপ্তম কারখানা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এরদোগান। বর্তমানে টেসলারের ছয়টি কারখানা রয়েছে এবং মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন প্রদেশে সপ্তম কারখানাটি নির্মাণের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

মূলত বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক এ প্রতিষ্ঠানটিকে বিশ্বজুড়ে সম্প্রসারণের একটি অংশ হিসেবে কারখানার সংখ্যা বাড়ানো হচ্ছে।

ইলন মাস্ক চলতি বছরের মে মাসে বলেছিলেন, তার অটোমেকার এ প্রতিষ্ঠান চলতি বছরের শেষ নাগাদ নতুন কারখানার জন্য একটি অবস্থান বেছে নেবে। 

টেসলার পরিচালনার পাশাপাশি ইলন মাস্ক ২০২২ সালে রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার) কিনে নেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স