রাজধানীর মহাখালী রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর।
২৩ সেপ্টেম্বর শনিবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে পথশিশুদের মরদেহগুলো সন্ধ্যা সাতটার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলওয়ে থানার এসআই সুনীল চন্দ্রধর। তিনি জানান, সংবাদ পেয়ে সকাল সাতটার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে ২৭০ নম্বর পিলারের কাছে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ওই তিন পথশিশুর মরদেহ উদ্ধার করি।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অসতর্কভাবে ওই পথশিশুরা রেললাইন ধরে হাঁটার সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ৪৭ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তারা নিহত হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে অজ্ঞাতনামা ওই পথশিশুদের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য আজ সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু প্রাথমিকভাবে আমরা ওই শিশুদের নাম-পরিচয় জানতে পারিনি, তাই প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
ঠিকানা/এনআই