Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপণ 

প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপণ 
প্রতিনিধি ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে  ছাত্রলীগ কর্মীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা মোশারফ করিম সজীবের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আব্দুছ সাত্তার কমান্ডার।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক আব্দুল্লাহ্ আল মামুন কামাল, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ কর্মী পারভেজ মিয়া, আকিব হাসান সাগর, রেজাউল হাসান, নূর হামিম রুশো, মাহমুদ হাসান সুমন প্রমুখ।
ছাত্রলীগ নেতা মোশারফ করিম সজীব জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্পটে ১৭৭ টি গাছের চারা রোপন করা হয়েছে। 
তিনি আরও জানান, এ উপলক্ষে উপজেলার ১১ইউনিয়নে আরও ৭৭ টি করে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা  রোপন করা হবে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স