Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

নিউইয়র্কে ‘প্রহেলিকা’র  শুভমুক্তি শুক্রবার

নিউইয়র্কে ‘প্রহেলিকা’র  শুভমুক্তি শুক্রবার
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক চয়নিকা চৌধুরী পরিচালিত এবং জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ এবং শবনম বুবলী অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র  ‘প্রহেলিকা’ বায়োস্কোপ ফিল্মস এর ব্যানারে নিউইয়র্কে মুক্তি পাচ্ছে আগামী ৬ অক্টোবর শুক্রবার। 
এ উপলক্ষে বায়োস্কোপ ফিল্মস-এর কর্ণধার রাজ হামিদ জানান, ‘জামাইকা মাল্টিপ্লেক্স সিনেমায় ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর ৭ দিনব্যাপী প্রহেলিকা’র ২৩টি শো’র আয়োজন করা হয়েছে। অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে হলের টিকিট বুথে এবং শোকেস সিনেমাস জ্যামাইকার অনলাইন পোর্টাল-এ।  প্রথমে  নিউইয়র্কের সিনেমাপ্রেমীরা ছবিটি দেখতে পাবেন এবং পর্যায়ক্রমে অন্যান্য স্টেটেও প্রহেলিকা দেখানো হবে।
প্রহেলিকার মুক্তি উপলক্ষে এক ভিডিও বার্তায় জনপ্রিয় নাটক এবং চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, আমার এই ছবিটিতে মাহফুজ এবং বুবলি’র দারুন একটা কেমিস্ট্রি আছে। দীর্ঘ আট বছর পর মাহফুজ ফিরে আসছেন বড় পর্দায়। আরো আছেন শক্তিমান অভিনেতা নাসিরুদ্দিন এবং রাশেদ মামুন অপু। জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল এবং জামাল হসেনের লেখা ৫টি গান। 
দর্শক নন্দিত জনপ্রিয় অভিনেতা মাহফুজ বলেন, দীর্ঘ আট বছর পর আমি অভিনয়ে ফিরে এসেছি। প্রহেলিকা ইতিমধ্যে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও ইউরোপে দর্শক সমাদৃত হয়েছে। আর এ জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই মিলে প্রহেলিকা দেখতে আসুন জামাইকা মাল্টিপ্লেক্সে।  গল্প, অভিনয়, নির্মাণ  দেখে আপনারা মুগ্ধ হবেন। 
বায়োস্কোপ ফিল্মস এর আরেক কর্ণধার নউশাবা রশিদ বলেন, পরের সপ্তাহগুলোতে আমরা বেশ কয়েকটি স্টেটে প্রহেলিকা দর্শকদের কাছে নিয়ে যাবো। নিউইয়র্কের পর লস অ্যাঞ্জেলেস, সান ফ্র্যান্সিস্কো, ভার্জিনিয়া, নিউজার্সি, বোস্টন, ডেট্রয়েট, ডালাস, হিউস্টন, সিনসিনাটি, পারডিউ, পোর্টল্যান্ড এবং শিকাগোসহ আরো বেশ কিছু শহরে ছবিটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।  
তিনি বলেন, আসিফ ইকবালের লেখা প্রহেলিকা ছায়াছবি’র গান ‘মেঘের নৌকা তুমি’ এ বছরের সবচেয়ে জনপ্রিয় একটি গান। দর্শকরা ইউটিউবে প্রায় ১৫ মিলিয়ন বার দেখেছেন এই গানটি। চিত্রায়নও অপূর্ব। আমি আরো গর্ববোধ করছি একজন সফল নারী চলচ্চিত্র নির্মাতার একটি সফল নির্মাণ আমাদের হাত ধরে আমেরিকায় আসছে।
প্রহেলিকা ছবিটির প্রযোজক জামাল হোসেন এবং প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউযিক। ছবিটির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। ক্যামেরার কাজ করেছেন সুমন হোসেন । 
প্রহেলিকা গত ঈদে ঢাকায় মুক্তি পায় এবং সবাইকে অবাক করে দিয়ে দু’টি ব্লকবাস্টার-এর মাঝেও টানা ৭৫ দিন মাল্টিপ্লেক্সে উপচেপড়া দর্শকদের সমাদরে চলে।

কমেন্ট বক্স