Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
বিয়ানীবাজার সমিতির নির্বাচন

এবার যোগ্য প্রার্থীকেই  বেছে নেবেন ভোটাররা

এবার যোগ্য প্রার্থীকেই  বেছে নেবেন ভোটাররা
অতীতে দেওয়া প্রতিশ্রতি, প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং বর্তমানে দেওয়া প্রতিশ্রুতি বিবেচনায় রেখে  এবার যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন বিয়ানীবাজারবাসী। ভোটারদের মনোভাবও বুঝতে বাকী নেই প্রার্থীদের। আর এ কারণেই দিনরাত ভোটারদের কাছে ধর্ণা দিচ্ছেন প্রার্থীরা। সব বিবেচনা শেষে ভোটাররা কাকে ভোট দেবেন এবং কে নির্বাচিত হবে তা জানা যাবে ২২ অক্টোবর রোববারের নির্বাচন শেষে। 
যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি প্রবাসে উপজেলাভিত্তিক অন্যতম বড় আঞ্চলিক সংগঠন। নির্বাচনের আর বাকী ১১ দিন। নির্বাচনের দিন যত কমে আসছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার ততই জমে উঠছে। 
সাধারণ ভোটাররা বলছেন, বিয়ানীবাজারবাসীর সমিতির প্রধান লক্ষ্য সদস্যদের কল্যাণ। অতীতে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। অনেকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। কিন্তু এবার আমরা চাই- সমিতির ভবন সমিতির নামে স্থানান্তর হোক। কারণ সমিতির ভবন এখন ঋণমুক্ত। তাই সমিতির নামে হওয়াই শ্রেয়। এ নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি হোক-আমরা তা চাই না। এ ব্যাপারে কে কী প্রতিশ্রুতি দিচ্ছেন তা আমরা লক্ষ করছি। এছাড়া সদস্যদের কল্যাণে ভবিষ্যত প্রতিশ্রুতিকে আমরা প্রাধান্য দিচ্ছি। এসব ব্যাপারে যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দিব। কে কত ভোট তুললো, এবারের নির্বাচনে এসব পাত্তা পাবে না বলে মনে করছেন সাধারণ ভোটাররা। 
এদিকে ১১ দিন বাকী থাকলেও প্রার্থীরা ভোটারদের দরজায় অনবরত কড়া নাড়ছেন। ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। অন্যদিকে চলছে নির্বাচনী সমাবেশ। আগামী ১৫ অক্টোবর রোববার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মিসবাহ-অপু প্যানেলের শেষ নির্বাচনী সমাবেশ হবে ওজোনপার্কের আল-মদিনা কমিউনিটি সেন্টারে। মান্নান-জুয়েল প্যানেলেরশেষ নির্বাচনী সমাবেশ কবে তা এখনো জানা যায়নি। 
নির্বাচন কমিশন জানিয়েছে, ২২ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিনের নেতৃত্বে কমিশনের সদস্য সালেহ আহমদ মনিয়া, হেলাল উদ্দিন, মো. আব্দুন নূর এবং নূরুল ইসলাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। 
মান্নান-জুয়েল প্যানেলের প্রার্থীরা হলেন- আব্দুল মান্নান (সভাপতি), জসিম উদ্দিন জুয়েল (সাধারণ সম্পাদক),  নিজাম উদ্দীন (সহ-সভাপতি). রাজু আহমদ (সহ-সাধারণ সম্পাদক), আব্দুল হান্নান দুখু (কোষাধ্যক্ষ), আবু তৈয়ব তালহা (সাংগঠনিক সম্পাদক), অনিক রাজ (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), আব্দুল হামিদ (দপ্তর সম্পাদক), সামশুল ইসলাম (প্রচার সম্পাদক), কিবরিয়া আহমেদ শাহিদ (ক্রীড়া সম্পাদক), মোহাম্মদ এফ এইচ সোনার বলাই (সমাজকল্যাণ সম্পাদক) ও ফাতেমা শীলা (মহিলা সম্পাদক)। কার্যকরি সদস্য পদে রয়েছেন ফকরুল হক, নুর উদ্দীন, বদরুল উদ্দীন, হোসেন আহমদ, সামাদ আহমেদ,আব্দুস খান ও আবু জাফর।
মিজবাহ-অপু প্যানেলের প্রার্থীরা হলেন- মিসবাহ আহমেদ (সভাপতি), রেজাউল আলম অপু (সাধারণ সম্পাদক), মুহিবুর রহমান রুহুল (সহ-সভাপতি), আব্দুল ফাত্তাহ (সহ-সাধারণ সম্পাদক), আব্দুল হামিদ (কোষাধ্যক্ষ), মাহমুদুল কবির রুবেল (সাংগঠনিক সম্পাদক), ছিদ্দিক আহমদ (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), শামসুল আলম শিপলু (দপ্তর সম্পাদক), আবু রাসেল (প্রচার সম্পাদক), জামিল আহমদ (ক্রীড়া সম্পাদক), ফয়েজ আহমদ (সমাজকল্যাণ সম্পাদক) ও হাফসা ফেরদৌস হেলেন (মহিলা বিষয়ক সম্পাদিকা)। এই প্যানেলের কার্যকরি কমিটির সদস্য পদে প্রার্থীরা হলেন- মাহবুব উদ্দীন আলম, মোহাম্মদ আমিন উদ্দীন, ইকবাল হোসেন, রেজোয়ান আহমদ, মাসুদুর রহমান, শরীফ আহমদ ও ফরহাদ হোসাইন। 

কমেন্ট বক্স