সস্ত্রীক যুক্তরাষ্ট্র সফরে এসেছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক  শফিক রেহমান। দুই সপ্তাহ আগে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। সর্বশেষ গত ৫ অক্টোবর বৃহস্পতিবার তিনি নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাষ্যক্ষ জসিম ভূঁইয়ার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দেন। এসময় তার সহধর্মিনী তালেহা রহমানও সঙ্গে ছিলেন। 
একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে শফিক রহমানের সফরটি ব্যক্তিগত। তার কোনো কর্মসূচিও নেই। তবে সমমনারা নিউইয়র্কে একটি পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করছেন। কয়েক বছর আগে তিনি ম্যানহাটনে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন। 
উল্লেখ্য, বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শফিক রেহমান সাংবাতিকতার পাশাপাশি টিভি উপস্থাপক হিসাবে বেশ জনপ্রিয়। বাংলাদেশ টেলিভিশন-এ লাল গোলাপ নামক একটি টক শো উপস্থাপনা করতেন, পরবর্তীকালে যা বাংলাভিশনে প্রচার শুরু হয়। 
রাজনৈতিকভাবে শফিক রেহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদী ঘরানার বুদ্ধিজীবী বলে মনে করা হয়। ২০১৬ সালের ১৬ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে তিনি জামিন লাভ করেন। 
 
                           
                           
                            
                       
    
 
 


 ঠিকানা রিপোর্ট 
                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
