Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

সাদ্দাম হোসেনের মেয়ের ৭ বছরের কারাদণ্ড

সাদ্দাম হোসেনের মেয়ের ৭ বছরের কারাদণ্ড ছবি সংগৃহীত
বাবার রাজনৈতিক দলের প্রচারের দায়ে এবার ৭ বছরের কারাদণ্ড দেওয়া হলো ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দাম হোসেনকে। ২২ অক্টোবর রোববার বাগদাদের একটি আদালত তাকে এই সাজা দিয়েছেন। অবশ্য রাঘাদ সাদ্দাম হোসেন এখন দেশে নেই। তিনি জর্ডানে নির্বাসিত।

বার্তা সংস্থা এএফপির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, রাঘাদ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তার বাবা সাদ্দাম হোসেনের রাজনৈতিক দল বাথ পার্টির প্রচার চালানোর অভিযোগ আনা হয়। এই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় রোববার এই রায় দেন আদালত। দেশটিতে বাথ পার্টির প্রচার নিষিদ্ধ।

২০০৩ সালে ইরাকে বিশেষ সামরিক অভিযান চালায় আমেরিকা। ক্ষমতাচ্যুত করা হয় প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে। তাকে ‘স্বৈরশাসক’ বলেই অভিহিত করা হয়। এর পর থেকেই দেশটিতে তার রাজনৈতিক দল বাথ পার্টির সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

২০২১ সালে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দাম হোসেন। ওই সময় তিনি সাদ্দাম হোসেনের রাজনৈতিক দল বাথ পার্টির প্রচারমূলক কথা বলেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ইরাকের ভেতর এই কাজ করলে ফাঁসির বিধান রয়েছে।

তবে কোন সাক্ষাৎকারে রাঘাদ সাদ্দাম হোসেন বাবার দলের প্রচারমূলক কথা বলেছেন, তা জানায়নি আদালত। ২০২১ সালে সৌদিভিত্তিক চ্যানেল আল–আরাবিয়ায় সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। ওই সময় তিনি সাদ্দাম হোসেনের শাসনামল নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘অনেকেই বলে ওই সময় দেশের ব্যাপক উন্নতি হয়েছিল। দেশ তখন আরও অনেক ভালো অবস্থানে ছিল।’

রাঘাদ সাদ্দাম হোসেন ও তার বোন রানা এখন জর্ডানে থাকেন। তাদের দুই ভাইকে ২০০৩ সালেই হত্যা করা হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স