Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

প্যালেস্টাইন : আমার তৃষ্ণার্ত হৃদয় জানে

প্যালেস্টাইন : আমার তৃষ্ণার্ত হৃদয় জানে
জামাল আস-সাবেত

আমার মায়ের লাশ চিৎকার করে ওঠে
নির্ঘুম দুঃস্বপ্নের মতো রাত কাটে
মুহুর্মুহু আক্রমণে বাড়িঘর বিধ্বস্ত হয়
দুধের বাচ্চা বুলেটের আঘাতে চিরদিনের জন্য ঘুমিয়ে যায়

হায়!
হে আমার চোখ
আমার আত্মা
নিভে যাও, অন্ধ হও
বুকের অনল-দহনে জীবন নিঃশেষ প্রায়

তোমাদের ধ্বংস হোক
হৃদয়ের সমস্ত ঘৃণা ঢেলে দিলাম

আমার ঈশ্বর জানেন,
প্রতিটি অন্যায়ের বদলা কীভাবে নেবেন
প্রতিটি রক্তের দাগ থেকে লক্ষ-কোটি বীরের ডানা মেলবেন

হে পিশাচ,
জাহান্নামের আগুন জ্বালিয়ে দেব
ঐ সত্তার শপথ।

হায় প্যালেস্টাইন
আমার প্রিয় পুণ্য ভূমি
পয়গম্বরের পদধূলি

তোমার করুণ চেহারায় মোনাফেকের দিল কাঁপল না
নত হলো না!

প্যালেস্টাইন, আবাবিলের অপেক্ষা করো
ঝাঁকে ঝাঁকে নুড়িপাথরের আঘাতে
জায়নিস্টদের কলিজা টুকরো টুকরো হবে

হে প্যালেস্টাইন
আমার তৃষ্ণার্ত হৃদয় জানে-
তুমি পবিত্র মসজিদের চূড়ায় বিজয়ের পতাকা ওড়াবে।

কমেন্ট বক্স