সুজন দাশ
মাঠে মাঠে হাসে সোনাঝরা ধান,
ঝাঁকে ঝাঁকে টিয়ে গায় খুলে গান!
কৃষাণ স্বপ্নে ভাসে,
উঁকি দেয় আশা-নিরাশার মাঝে,
আগামীর সুখ মনে মনে ভাজে!
হেমন্ত যবে আসে।
চারিদিকে যেন পড়ে যায় সাড়া,
কাজের যজ্ঞে মেতে ওঠে পাড়া!
উঠানে উঠানে ধান,
রাত জেগে চলে মাড়ানোর কাজ,
দু’চোখে স্বপ্ন স্বপনের তাজ!
আনন্দ ডাকে বান।
ধানকাটা এই উৎসব ঘিরে,
নবান্ন জমে ওঠে ধীরে ধীরে!
ঘরে ঘরে পিঠেপুলি,
নলেনের গুড়ে রাঁধা হয় ক্ষীর,
জমে মেলা খেলা অতিথির ভিড়!
কী করে তা কই খুলি?
খেজুরের গুড়ে চলে মুড়ি মোয়া,
হয় ভাপা পিঠা রাবে ওঠে ধোঁয়া!
প্রাণে প্রাণে সুর জাগে,
সকালে শিশির ঝলমলে হাসে,
শীতের বার্তা এ সময়ে আসে;
রাঙায় সবার এর রাগে!