চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী এবং একই পরিবারের সদস্য বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ ৭ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, নিহত অটোরিকশার যাত্রীরা পটিয়ার রওশন হাট থেকে ফটিকছড়ি যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম শহরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বাসের ধাক্কায় দুমড়ে–মুচড়ে যাওয়া অটোরিকশা। আজ দুপুর সাড়ে ১২ টায় মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠ এলাকায় দুর্ঘটনায় বাসের ধাক্কায় দুমড়ে–মুচড়ে যাওয়া অটোরিকশা। আজ দুপুর সাড়ে ১২ টায় মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠ এলাকায়সংগৃহীত
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। নিহত ব্যক্তিদের সবারই শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আহত দুই ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। তাঁরা একই পরিবারের সদস্য। পটিয়া থেকে মাইজভান্ডারি দরবারের দিকে যাচ্ছিল পরিবারটি। তবে এখনো নাম–পরিচয় পাওয়া যায়নি। তিনি ঘটনাস্থলে আছেন।
ঠিকানা/এম