দক্ষিণ কোরিয়ায় খাবারের বাক্স ভেবে জলজ্যান্ত মানুষকে পিষে ফেলেছে রোবট। নিহত ব্যক্তি ওই রোবোটিক কোম্পানিরই কর্মী বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, চল্লিশোর্ধ্ব ওই কর্মী রোবটটি পরীক্ষা করতে গেলে রোবটটি তাকে সবজির বাক্স ভেবে নিয়ে চেপে ধরে। রোবটটি তাকে কনভেয়ার বেল্টের ওপর চেপে ধরার কারণে তার মুখ ও বুকে আঘাত লাগে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
প্রতিবেদন অনুসারে, রোবটের দায়িত্ব ছিল গোলমরিচের বাক্স তোলা ও তা পাটাতনে রাখা।
পুলিশ জানায়, ওই কর্মী রোবটটির সেন্সর পরীক্ষা করছিলেন। দক্ষিণ কোরিয়ার জাইওনস্যাং অঙ্গরাজ্যের গোলমরিচ বাছাইয়ের এক প্ল্যান্টে ৮ নভেম্বর রোবটটি পরীক্ষামূলকভাবে চালানো হয়। পরীক্ষাটি ৬ নভেম্বর হওয়ার কথা। কিন্তু এর সেন্সরে কিছু সমস্যা দেখা দেওয়ায় তা দুই দিন পেছানো হয়।
৮ নভেম্বর বুধবার রাতে রোবট তৈরিকারী কোম্পানির ওই কর্মী ত্রুটিপূর্ণ যন্ত্রগুলো পরীক্ষা করতে যান।
ওই ঘটনার পরে প্ল্যান্টের মালিক ডংগোসেওং এক্সপোর্ট অ্যাগ্রিকালচারাল কমপ্লেক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিরাপত্তার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে।
গত মার্চে এক অটোমোবাইল কারখানায় কাজ করার সময় রোবটের কারণে গুরুতর আঘাত পান দক্ষিণ কোরিয়ার পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি।
ঠিকানা/এনআই