Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

চেতনারা থাকিবে কি অক্ষয়?

চেতনারা থাকিবে কি অক্ষয়?
মামুন জামিল

চেতনার ইদানীং রং থাকে
প্রকাশের শৈল্পিক ঢং থাকে
আর থাকে মসলার কারুকাজ
স্বশোভিত মঞ্চের সং থাকে!

চেতনার স্বাদ আজ টকঝালে
স্বার্থের জ্যামিতিক ছক, তালে
মিলেমিশে গড়া অভিসন্দর্ভ
সাইনবোর্ড হয়ে ঝোলে মগডালে!!

চেতনারা ভালোবাসে বিভাজন
একতার বাণী নিষ্প্রয়োজন,
ক্ষমতার মধুলোভী মাছিদের
তাই নিয়ে চলে কত আয়োজন!!

তবে তার মনে খুব সংশয়
অনাহুত ক্লীব, নির্বংশয়;
চিরায়ত পৌরুষ দীপ্তে
চেতনারা থাকিবে কি অক্ষয়??
 

কমেন্ট বক্স