Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

উৎসবের আমেজ আওয়ামী লীগে

উৎসবের আমেজ আওয়ামী লীগে
নির্বাচনী ট্রেনে উঠে গেছে টানা তিনবার ক্ষমতায়  থাকা বাংলাদেশ আওয়ামী লীগ। আগে থেকেই নির্বাচনী ট্রেনে ওঠার প্রস্তুতি নিয়ে রেখেছিল দলটি। ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে আনন্দ মিছিল করেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। কোনো কোনো স্থানে খুশিতে মিষ্টি বিতরণ এবং ভুরিভোজের আয়োজনও করেন দলটির শাখা সংগঠনের নেতারা। দলটির নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ১৮ থেকে ২১ নভেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণের নির্ধারিত চার দিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির মনোনয়নপ্রত্যাশীরা। এর মধ্যে অনলাইনে ফরম কিনেছেন ১২১ জন। এই নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির চার দিনে রেকর্ড প্রায় ১৭ কোটি টাকা আয় করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হাজার হাজার নেতাকর্মীর ভিড় জমে। মনোনয়নপ্রত্যাশীদের কর্মী-সমর্থকদের মিছিল-স্লোগানে দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ঢাকঢোল পিটিয়ে দলীয় পতাকা হাতে কার্যালয়ের সামনে আসেন মনোনয়নপ্রত্যাশীরা। প্রতিদিন নেতাকর্মীদের সরব উপস্থিতি কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকাগুলোতে এক ভিন্ন আমেজ সৃষ্টি হয়।
দেশের আট বিভাগের নানা প্রান্ত থেকে আসা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এসেছিলেন তাদের অনুসারী এবং নেতাকর্মীরা। তাদের নৌকা নৌকা স্লোগান আর পদচারণে পুরো এলাকা ছিল মুখরিত। নেতাকর্মীদের মতে, আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের এই কার্যক্রম ঘিরে দেশে নির্বাচনী উৎসব শুরু হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের প্রথম মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে সে সময় শেখ হাসিনা উপস্থিত থাকলেও তার পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বিএম সাহাবউদ্দিন আজম। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দলের সভাপতির মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করে ক্ষমতাসীন দলটি। এরপর উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মনোনয়নপ্রত্যাশীরা।
এদিকে মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি মনোনয়ন পেতে শীর্ষনেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা। চালিয়ে যাচ্ছেন লবিং-তদবির। দুর্নীতি-স্বজনপ্রীতিসহ বর্তমান সংসদ সদস্যদের মধ্যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, এবার তাদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কম থাকায় নতুনরা বেশি উচ্ছ্বসিত। দলীয় সূত্র বলছে, এবার অন্তত ১০০ সংসদ সদস্য মনোনয়ন না-ও পেতে পারেন। সে হিসাবে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ক্ষেত্রে শ’খানেক নতুন মুখ দেখা যেতে পারে। সে কারণে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগে নবীন নেতারা বেশি উৎসাহিত।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ আগে থেকেই নির্বাচনী মুডে ছিল। এখন তফসিল ঘোষণা হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। এই ধারা ভোট শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
 

কমেন্ট বক্স