Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

তুরস্কের বিরোধী নেতাকে সমকামী বললেন এরদোয়ান

তুরস্কের বিরোধী নেতাকে সমকামী বললেন এরদোয়ান কিলিকদারোগলুকে সমকামী উল্লেখ করে নির্বাচনের আগে ফায়দা তুলতে চাইছে এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের আগামী সপ্তাহের নির্বাচনকে সামনে রেখে এবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগলুকে ‘সমকামী’ হিসেবে অভিহিত করেছেন। এরদোয়ান সরকার এলজিবিটিকে আমেরিকা ও ইউরোপীয় মতাদর্শ হিসেবে দেখে। যা তুর্কিদের ধর্ম ও নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থি।
 
৪ মে (বৃহস্পতিবার) গিরেসুন শহরে এক সমাবেশে এরদোয়ান বলেন, ‘আমরা জানি জনাব কামাল একজন এলজিবিটি ব্যক্তি। সিএইচপি (কামালের দল) হলো এলজিবিটি সমর্থকদের দল। জনগণের জোট হিসেবে আমরা এর (এলজিবিটি) বিরুদ্ধে। পরিবার আমাদের কাছে পবিত্র। একটি শক্তিশালী পরিবারের মানে হলো একটি শক্তিশালী জাতি। তারা যাই করুক না কেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট।’

এর আগে বুধবার রিজ শহরেও এরদোয়ান কিলিকদারোগলু ও তার মিত্র দলকে এলজিবিটি-পন্থি বলে উল্লেখ করেছিলেন।

গত ফেব্রুয়ারিতেও তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বিরোধী নেতা কিলিকদারোগলু ও তার দল সম্পর্কে বলেছিলেন, ‘তারা এলজিবিটি অধিকারের নামে আমাদের পুরো সমাজকে লিঙ্গহীন করতে চাইছেন। কিলিকদারোগলু যদি নিজেকে ও তার সহকর্মীদের যদি লিঙ্গহীন করতে চান, তবে তা তাকে করতে দিন। পরিবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ, নারী আমাদের জন্য গুরুত্বপূর্ণ, পুরুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।‘    

সোয়লুর মতে এলজিবিটি মতাদর্শ আসলে একটি ধর্ম এবং এলজিবিটি অধিকারকর্মীরা সম্পূর্ণরূপে আমেরিকা ও ইউরোপের নিয়ন্ত্রণে।

কিলিকদারোগ্লু সমকামীদের অধিকারের স্পষ্ট সমর্থক নন, তবে তিনি নির্বাচিত হলে ইস্তাম্বুল কনভেনশন পুনঃপ্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

২০১১ সালে ৪৫টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) স্বাক্ষরিত, এই কনভেনশনের লক্ষ্য ছিল নারীদের বিরুদ্ধে সহিংসতার জন্য আইনি শাস্তি জোরদার করা, কিন্তু তুরস্ক ২০২১ সালে কনভেনশন থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় এই বলে যে, এটি সমকামিতাকে স্বাভাবিক করার চেষ্টাকারী একদল লোক দ্বারা হাইজ্যাক করা হয়েছে। এই কনভেনশনে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার নারীদের কথাও উল্লেখ ছিল।  

তবে নির্বাচনের আগে কিলিকদারোগলু প্রেসিডেন্ট  এরদোয়ান ও স্বরাষ্ট্রমন্ত্রী সোয়লুর ওপর ব্যক্তিগত আক্রমণ থেকে নিজেকে বিরত রেখেছেন। এর পরিবর্তে তিনি পশ্চিমাপন্থি বক্তৃতা করছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবিলম্বে ইইউতে যোগদান আলোচনা পুনরায় শুরু করার কথাও বলেছেন এবং ব্রাসেলসের দাবিকৃত সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র : রাশিয়া টুডে
 
ঠিকানা/এসআর

কমেন্ট বক্স