Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

খান ইউনিস ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাংক, দুই স্কুলে হামলায় নিহত ৫০

খান ইউনিস ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাংক, দুই স্কুলে হামলায় নিহত ৫০ দক্ষিণ গাজার খান ইউনিস শহরের দিকে ইসরায়েলি ট্যাংকবহর, ছবি-সংগৃহীত
গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের কাছে অবস্থান নিয়েছে ইসরায়েলি ট্যাংক। প্রত্যক্ষদর্শী এবং কয়েকজন স্থানীয় সংবাদিক ৪ ডিসেম্বর (সোমবার) জানিয়েছেন, তারা খান ইউনিসের উপকণ্ঠে ইসরায়েলি ট্যাংক ও সাঁজোয়া যান দেখতে পেয়েছেন।

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন যেকোনো সময় বড় ধরনের হামলার আশঙ্কায় গোটা এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজার দক্ষিণে হামলা তীব্র করেছে, তাদের ভাষ্যমতে পুরো ফিলিস্তিনি এলাকায় স্থল অভিযান বিস্তৃত করার লক্ষ্যেই নেমেছে তারা। সামাজিক মাধ্যম ও লিফলেট ছড়িয়ে তারা গাজাবাসীকে এলাকা ত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছে। যদিও আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো বলছে গাজাবাসী পালিয়ে বাঁচবে এমন জায়গা নেই।  

এদিকে, সোমবার রাতে উত্তর গাজার দু’টি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। বার্তাসংস্থা ওয়াফার বরাত দিয়ে সোমবার (৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার গাজা উপত্যকার উত্তরে দারাজ এলাকায় দুটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়ার জন্য ওই স্কুল দুটি ব্যবহৃত হচ্ছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী এবং শিশু-কিশোর।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স